আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মালয়েশিয়া সরকার এখন থেকে নতুন অভিবাসী মালয়েশিয়া আসার পরে বিমানবন্দরে ৩-৪ দিন রেখে মেডিক্যাল টেস্ট করে ফিট হওয়ার পর মালিকপক্ষের কাছে দেওয়া হবে। আনফিট হলে দেশে ফেরৎ পাঠানো হবে!
এতে করে মালয়েশিয়া বহিরাগত অনাকাঙ্ক্ষিত যে-কোনো ভাইরাস সংক্রামনের হাত থেকে রক্ষার পাশাপাশি মালিকপক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয় সেটা হল, মালয়েশিয়া আসার পরে মেডিক্যাল টেস্টে আনফিট হলে সেই ওয়ার্কার দেশে ফেরৎ না গিয়ে পালিয়ে যায় যা মালিকপক্ষের জন্য একট বিশাল হয়রানি বলে উল্লেখ করা হয়!
তবে এই বিষয়ে টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ করা হবে এমন কিছু করা যায় কিনা যাতে করে একজন সাধারণ শ্রমিক এয়ারপোর্টে থেকে রিলিজ হওয়ার পূর্বেই আমরা নিশ্চিত হতে চাই যে কর্মী সম্পূর্ণ সুস্থ। পুরো প্রক্রিয়াটি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও গবেষণার চলছে, এখানো পরিস্কারভাবে কিছু বলা হয়নি যে এটা ফাইনাল সিদ্ধান্ত কখন পৌছাবে।
জানি না আর কি কি করবে মালয়েশিয়া এই মন্ত্রী এমন ভাব দেখায় মনে হয় সব সে বুঝে আর মালয়েশিয়ার সবাই বোকা।এই মন্ত্রী এককে সময় একেক কথা বলার কারনে বিতর্কিত।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম