আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মালয়েশিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশী রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা করা হচ্ছে।
আল জাজিরার খবরে বলা হয়, মালয়েশিয়ার উত্তরাঞ্চলের কেদাহ ও পেরলিস রাজ্যের কোস্ট গার্ড প্রধান মোহামাদ জাওয়াউই আবদুল্লাহ রোববার জানান, সাঁতরে লাংকাউই দ্বীপের তীরে পৌঁছানোর পর এক রোহিঙ্গা যু্বককে আটক করে পুলিশ। তার নাম নুর হোসেন।
জাওয়াউই আবদুল্লাহ বলেন, পুলিশের তথ্যানুযায়ী ওই রোহিঙ্গা যুবক অন্য আরও ২৪ জনের সঙ্গে নৌকা থেকে লাফ দিয়েছিল। তবে একমাত্র সেই সাঁতরে নিরাপদে তীরে পৌঁছাতে পেরেছে।
এ ঘটনা জানার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছে। কিন্তু আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, কোনও মৃতদেহ বা জীবিত কাউকে পাননি তারা। নৌকাটির ভাগ্যে কী ঘটেছে তা পরিষ্কার নয়।
রোহিঙ্গাদের বেশির ভাগই মিয়ানমার বা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে সমুদ্র পাড়ি জমায়। মৃত্যু হাতে নিয়ে প্রতিবছর বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে পৌঁছাতে গিয়ে প্রাণ হারায় অনেক রোহিঙ্গা