নিউজ ডেস্ক।। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে।
শুক্রবার ধ্বংসস্তুপের নিচ থেকে আরও ১৪ টি মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন ৬১ জন। তবে ভবনটিতে সে সময় কতজন উপস্থিত ছিলেন সেই তথ্য পাওয়ার পর নিখোঁজের সংখ্যা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ধ্বংসাবশেষ থেকে প্রত্যেকটি মরদেহ উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দমকল বিভাগ। এদিকে, এত মৃত্যুর মাঝেও কিছুটা স্বস্তির খবর জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার মেয়র ডেনিয়েলা লেভিন জানান ধসে পড়া ভবনটি থেকে উদ্ধার হওয়া একটি বিড়াল সুস্থ হয়ে উঠার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত ২৪শে জুন ১২তলা ভবনটি ধসে যায়।