মায়ের প্রীতি
কবি সৈয়দা শাহানাজ পারভীন……..
অপূর্ব সে মধুমাখা মায়ের স্মৃতি
যায় কি কভু ভোলা এ প্রীতি,
কতযত্নে গড়ছেন মা আমার এ জীবন
দিয়ে মমতার হাতের ছোঁয়া আদর।
ওমা তুমি কোথায় গেলে চলে
আমার লাগছে ভীষন একা,
যাচ্ছে ভিজে চোখের জলে
আমার এ লেখা।
একলা ঘরে যখন থাকি
কেবলই মা – মা বলে ডাকি
শুনতে পাই তোমার আদর জড়ানো,
মধুর সে মায়াভরা ডাকের ধ্বনি
আয়রে খুকু আমার সোনামণি,
লেখা পড়ায় কর মননিবেশ
জীবন গড় আসবে সুখের আবেশ
সোনালী এক উজ্জল ভবিষ্যতের পরিবেশ।
হৃদয়ে আমার রক্ত ক্ষরণ
ভেজা চোখের আঙ্গিনায় প্লাবন,
শূণ্য হৃদয় আমার করছে হাহাকার
পেতে চাই যে আর একটি বার,
মা তোমার চুম্বনের স্বাদ
অসুস্থ হলে পাই না যে মা আর
তোমার কোমল হাতের পরশ
এ দেহ মন হয়ে যায় রে অবশ।
আমার মত তুমিও কি মা
এমনি করে কাঁদো?