প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৩:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০১৯, ৫:০০ অপরাহ্ণ
মিরপুরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর-৬ নম্বরে মিল্কভিটা মোড় সংলগ্ন একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে আগুন লাগে। রাত ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহমুদ হাসান।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রূপনগর থানার পেছনের এলাকা চলন্তিকার মোড়ের ওই বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তীব্রতা বিবেচনায় দ্রুত ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম