নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. খলিল (৪০), রুমা আক্তার (৩২), আবদুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), শাহজাহান (৩৪) ও স্বপ্না (২৫)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে আসা দগ্ধ সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের মধ্যে বেশি দগ্ধ হয়েছেন খলিল। তার ৯৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আবদুল্লাহর ৩৮ শতাংশ এবং শিশু মোহাম্মদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিনজনের অবস্থা গুরুতর।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম