নিজস্ব প্রতিবেদক:মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনের কার্যক্রম আজ মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে। দুই মাস ১৭ দিন পর মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনটি পুনরায় চালু করতে পেরে আনন্দিত কর্তৃপক্ষ। এদিন সকালে মিরপুর-১০ স্টেশনে যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি।এর কারণ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী জানান, এখনও অনেকে জানেন না স্টেশনটি চালু হয়েছে। তাই যাত্রীর সংখ্যা কম। তবে ধীরে ধীরে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করেন তিনি।
এর আগে গতকাল সোমবার ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, পরীক্ষামূলকভাবে স্টেশনটি পরিচালনা সফলভাবে সম্পন্ন হয়েছে, এর ফলে মিরপুর-১০ স্টেশনটি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম