আর্ন্তজাতিক ডেস্ক।। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন। মঙ্গলবার মিশরে একটি সাময়িক হাসপাতালে শেষ নিংশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
মিশরের স্টেট নিউজ এজেন্সি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গত শনিবার মোবারকের পূত্র আলা জানান, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। গত জানুয়ারিতে তার অস্ত্রপচার হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম