মিষ্টি করে বকুনি দিও: শফিউল আলম
মাঝে মাঝে আমি পেটুক হয়ে যাই।
এটা খাই ,সেটা খাই ,তারপরও অতৃপ্তি;
মন ভরে না।
ইচ্ছে করে কখনো কখনো তোমার বকুনি খাই।
তোমার বকুনিতে পেট ভরে না কিন্তু মন ভরে।
মিষ্টি স্বরের এমন বকুনি হয়তো সবাই ভালোবাসে।
এমন বকুনি খেয়ে আমি শিশু হয়ে যাই।
তাই বলি তুমি রোজ রোজ একটু করে বকে দিও।
আমি তোমার এমন বকুনি হজম করতে পারি ।
তবে বকুনি একটু কড়া হলে বদহজম হবে–
সাবধানে বকিও।
মিষ্টি করে হেসে বকিও;
নিত্য নতুন স্টাইলে বকিও।
আমি সব হজম করে নিবো।
কারা ক্যাফেটেরিয়া
কেরানীগঞ্জ,ঢাকা