নিউজ ডেস্কঃ আগের দুই বছরের ধারাবাহিতায় এ বছর আবার শুরু হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধন।
সংবাদ সম্মেলন করে এমনটাই জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট। নিবন্ধন শেষ হবে ৮ সেপ্টেম্বর মধ্যরাতে।
চলতি বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আদ্যোপান্ত জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলন করা হয়। সুন্দরী নির্বাচনে এবারের আয়োজনটি করেছে অমিকন এন্টারটেইনমেন্ট। এর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।
আয়োজক প্রতিষ্ঠানের কর্তারা জানান, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্লাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে।
কয়েকটি এপিসোডে বিভক্ত এ অনুষ্ঠানটির অডিশন প্রক্রিয়া শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর সরাসরি গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর বিশ্বমঞ্চে অংশগ্রহণে করবেন।
এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কারা থাকবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান। তারা জানায়, অবিবাহিত ১৭-২৭ বছর বয়সী প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। আর প্রতিযোগীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে।
নিবন্ধন ও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করতে হবে ক্লিক করুন এখানে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম