আমাদেরবাংলাদেশ ডেস্কঃ মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন দেশটির মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের স্পেশাল রিপোর্টার।
আনাদলু জানায়, বুধবার নিউইয়র্কে জাতিসঙ্গের সাধারণ পরিষদে এক প্রেস ব্রিফিংয়ে এমনটা আহ্বান করেন স্পেশাল রিপোর্টার ইয়াংঘি লি
তিনি বলেন, ‘মিয়ানমারের পুরো পরিস্থিতি আইসিসিতে প্রেরণ করতে হবে অথবা দেশটির মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে হবে।’
লি বলেন, ‘আমি বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গাদের বিতাড়ন করার মূল কারণগুলো উদ্ঘাটন করা যাবে না, ততক্ষণ পর্যন্ত তাদের ফিরে আসা নিরাপদ হবে না।’
মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলো এবং সরকার কর্মকর্তাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আনারও আহ্বান জানান তিনি।
একই ব্রিফিংয়ে মিয়ানমারে জাতিসংঘের স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসম্যান বলেন, ‘সেখানে ভয়াবহ মানবাধিকার এবং মানবিক আইন লঙ্ঘন সংগঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘গণহত্যা প্রতিরোধ, তদন্ত ও এ বিষয়ে আইন কার্যকরের জেনোসাইড কনভেনশন মেনে চলতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।’
দারুসম্যান বলেন, ‘সেখানের নিরাপত্তা বাহিনী আইন লঙ্ঘনের জন্য চরমভাবে দায়ী।’
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখেরও বেশি রোহিঙ্গা। সেখানে দেশটির সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীটি গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগের শিকার হয়। জাতিসংঘ একে জাতিগত নির্মূল কর্মকাণ্ডের 'টেক্সটবুক' উদাহরণ হিসেবে উল্লেখ করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম