আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মিয়ানমারকে সামরিক সাহায্যের ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে যাচ্ছে ভারতের একটি সাবমেরিন। এই কিলো ক্লাস সাবেমেরিনটি দেশটির প্রথম সাবমেরিন হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এই তথ্য জানান।
বর্তমানে দেশটির অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের একটি শিপইয়ার্ডে এই সাবমেরিনটির সংস্কার কাজ চলছে। ১৫ অক্টোবর, বৃহস্পতিবার দেশটির সাংবাদিকদের কাছে এই তথ্য জানান অনুরাগ শ্রীবাস্তব। এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
এ বিষয়ে অনুরাগ শ্রীবাস্তব জানান, মিয়ানমারের সঙ্গে সমুদ্র সংক্রান্ত সহযোগিতা ভারতের বৈচিত্র্যময় সম্পর্কের একটি অংশ। এরই প্রেক্ষিতে মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাস সাবমেরিন আইএনএস সিন্ধুবীর দেবে ভারত। এটি মিয়ানমারের প্রথম সাবমেরিন বলেও জানান তিনি।
এই সাবমেরিনটি ভারত ১৯৮৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করেছিল। অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের একটি শিপইয়ার্ডে সাবমেরিনটির সংস্কার কাজ চলছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।