আমাদেরবাংলাদেশ ডেস্ক: মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার তালিকা নতুন করে হস্তান্তর করেছে বাংলাদেশ।
সোমবার (২৯ জুলাই) ঢাকায় এক বৈঠকে এই তালিকা হস্তান্তর করা হয়।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের সঙ্গে এক বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান।
বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বলেন, আজকের বৈঠকে মিয়ানমারের কাছে নতুন করে ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম