গত ২৩ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকা প্রধান শিক্ষকের ১০ ও সহকারি শিক্ষগনের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে কেন্দ্রীয় শহিদ মিনার ঢাকার মহাসমাবেশের আহ্বানে সারা দেশের প্রায় লক্ষাধিক শিক্ষক উপস্থিত হয়েছিল।
শিক্ষকদের ডিএমপি পুলিশ প্রশাসন প্রথমে শহিদ মিনারে একত্রিত হতে না দেয়ায় শিক্ষকরা দোয়েল চত্বরে একত্রিত হয়ে সমাবেশ চালিয়ে যেতে চাইলে পুলিশ সেখানেও বাঁধা দেয়, শিক্ষকদের সাথে ধস্তাধস্তি হয় এবং লাঠি চার্জ করে। দুপুরের দিকে শিক্ষকরা সংগঠিত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে মহাসমাবেশ শুরু করলে পুনরায় পুলিশ সমাবেশে বাঁধা সৃষ্টি করে।
লালমনিরহাটের আদিতমারীতে স্ব স্ব বিদ্যালয় চত্বরে শিক্ষকরা কর্মসূচি পালন করেন।
উপজেলার মসূরদৈলজোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান রুপম বলেন, গত ২৩ অক্টোবর ঢাকায় শিক্ষকদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দিতে হবে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শামীম আলম লিমন জানান, শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ কর্মসুচি পালন করা হচ্ছে।