প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২০, ১২:১৭ অপরাহ্ণ
মুজিব বর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে রূপসায় ইউএনও কাপের উদ্বোধন অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, খুলনা প্রতিনিধি।। খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মূর্শেদী মুজিব বর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কাপে অংশগ্রহণের লক্ষ্যে রূপসায় ইউএনও কাপের শুভ উদ্বোধন করেন।উদ্বোধনকালে তিনি বলেন- বর্তমান সরকার খেলাধূলার ওপর গুরুত্বারোপ করেছেন। এ কারনে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের খেলার মাঠমুখি করতে হবে। তিনি আরো বলেন, ফুটবল একটি প্রাচীনতম জনপ্রিয় খেলা। এ কারনে মাদককে নির্মূল করতে যুব সমাজকে ফুটবলের দিকে এগিয়ে আসতে হবে। সুষ্ঠু সমাজ গড়তে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই। পর্যায়ক্রমে খেলার মাঠগুলো পরিচর্যা করা হবে।
কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহি অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার (ভূমি) সুষ্মিতা সাহা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, জেলা কৃষক লীগ সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফ.ম আ. সালাম, ফ ম আলাউদ্দিন মাহমুদ, আরিফ মোল্যা, জাহাঙ্গীর হোসেন মুকুল, খান শাহজাহান কবির প্যারিস,
খুলনা-৪ আসনের সমন্বয়কারী নোমান ওসমানী রিচি, ফিফা রেফারি এহসানুল হক, আল মামুন সরকার, বিশ্বনাথ ভট্টচার্য, সাংবাদিক তরুন চক্রবর্তী বিষ্ণু, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ। পরে রূপসা উপজেলার মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আব্দুস সালাম মুর্শেদী এমপি পুরস্কার প্রদান করেন। এর পূর্বে তিনি কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম