আমাদেরবাংলাদেশ ডেস্ক।।আজ রবিবার সকাল থেকে হাসাড়া, বাঘড়া, কোলাপাড়া, রাঢ়ীখাল ইউনিয়নের ১ হাজারেরও বেশি পরিবারের মাঝে শুকনো খাবার ও চিকিৎসা সেবা দেয়া হয়। ঢাকার নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হয়।
নৌবাহিনী জানায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত