আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বন থেকে ছুটে আসা বাঘকে তাড়া করছে একদল লোক ঠিক এমন মুহুর্তে বাঘের সামনে এসে পড়েন এক যুবক। তখন বাঘের হাত থেকে রক্ষার জন্য প্রান বাচাঁতে শুয়ে পড়েন মাটিতে। এ সময় বাঘটি তাকে মৃত ভেবে শিকার না করে এলাকাবাসীর ধাওয়ায় যান পালিয়ে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ান একটি ভিডিওই পোস্ট করেছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, গ্রামের মধ্যে ঢুকে পড়া একটি বাঘকে তাড়া করছে এক দল লোক। আর সেই সময় এক ব্যক্তি তার মুখের সামনে পড়ে যান। ভাল্লুকের হাত থেকে বাঁচার কায়দায় বাঘের আক্রমণ থেকে প্রাণে বাঁচতে শুয়ে পড়েন মাটিতে। বাঘটি একেবারে তার সামনে চলে আসে। এমনকি ওই ব্যক্তির মাথার কাছে মুখ নিয়ে আসে বাঘটি। কয়েক মুহূর্ত বসেও থাকে সেখানে।
এরপরই আশপাশের লোকজন চিত্কার করতে করতে বাঘটির দিকে তেড়ে যান, ঢিল ছুড়তেও দেখা যায়। তারপরই দৌড়ে পালিয়ে যায় বাঘটি।শুয়ে থাকা ব্যক্তির শারীরিক কোনও ক্ষতি হয়নি বলেই খবর পাওয়া যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাঘটি পালিয়ে যেতেই ওই ব্যক্তি মাথা তুলে দেখতে থাকেন।
তবে প্রবীণ জানাননি কোথায় বা কবে ভিডিয়োটি রেকর্ড হয়েছে।অন্যদিকে আরও এক টুইটার ইউজার ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করে দাবি করেছেন, এটি মহারাষ্ট্রে ভাণ্ডারা জেলার তুমসরের ঘটনা।
https://twitter.com/i/status/1221062205774319616
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম