মৃত্যুঞ্জয়ী মুজিবে পুষ্পার্ঘ্য অর্পণে ইবি মুক্তিযুদ্ধ মঞ্চ’র আনুষ্ঠানিক যাত্রা
- প্রকাশের সয়ম :
সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
-
৮৯
বার দেখা হয়েছে

মোয়াজ্জেম আদনান,ইবিঃ“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার ” স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবে পুষ্পার্ঘ্য অর্পণে কর্মসূচি শুরু করে। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাশীদ আসকারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির কর্মীরা।
সংগঠন সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন। কমিটিতে, মুন্সি কামরুল হাসান অনিক সভাপতি, মোহাম্মাদ মিনা রুল কবির তনু সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আল ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব সাদিক, সাংগঠনিক সম্পাদক, মোঃ নাহিদ হাসান, এবং আরমান মোল্লা। উল্লেখ্য,কার্যনির্বাহী কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
Please Share This Post in Your Social Media