আমাদেরবাংলাদেশ ডেস্ক।।উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় আছেন, দেশটির ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তার ছোট বোন কিম ইয়ো জং। এমন দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক।
ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে জাংয়ের সাবেক সহযোগী চ্যাং সং মিন দাবি করেছেন কিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ার বিষয়টি লুকাচ্ছে উত্তর কোরিয়া। কিম বেঁচে আছেন তবে কোমায় এমনটাই দাবি এই কূটনীতিকের।
মাত্র কয়েকদিন আগেই ছোট বোন ইয়ো জংয়ের ক্ষমতা বাড়িয়ে দেশটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব দিয়েছেন কিম। এই ঘটনার পর কিমের শারীরিব অবস্থা নিয়ে এমন তথ্য বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আমাদেরবাংলাদেশ/রিফাত