অনলাইন ডেস্ক: নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারীরা মেক্সিকোর মধ্যাঞ্চলে অপরাধপ্রবণ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে মাটির নিচে মরদেহ খুঁজে বের করতে রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়।
মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যার বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।গুয়ানাজুয়াতোর বেশিরভাগ সহিংসতার পেছনে রয়েছে সান্তা রোসা দে লিমা গ্যাং ও জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘর্ষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গুয়ানাজুয়াতোতে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা মেক্সিকোর যেকোনো রাজ্যের চেয়ে বেশি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম