
মেঘফুল ডাঙ্গায় সাজানো বসতি
ময়ূরের নিলাভ নোঙর-
পাখি নিবাসে হয়েছে থিতু
দরজায় ক্রমাগত কড়া নারে চালতার ফুল
গোলাকার অবয়ব তবু যেন পৃথিবীর নয়
আমাদের চারপাশে যা কিছু রঙিন
সবইতো কালক্রমে সমাধীর খাদ্য
তবু এ মায়ায় চড়ভাঙে জাগতিক কলহ
সাঁঝবাতি ভুলে যায় প্রদীপের প্রতিদান
আকাশই আশ্রয় পাখীদের মত
ঘুমরাতে একেকটি জাগ্রত পথিকের।
ভুলে রঙ সাধ করা সর্বনামের
কখনও জমে আসে শীতের কুয়াশা
তাদের হৃদয়ে করূণ আবেশে
হাঁটে পথ ঘুমায় পথিক,
সমুদ্র সাক্ষাতে মেতে ওঠে মন
ডাঙ্গার ঘাস যত সবকের টানে
হারিয়ে চেতনা নদী ভেসেছে কাদায়
আধিকার খোরপোস ভালো লাগে কার
শীতের শরীরে তবে ধরেছে কি ওম!
নামা নদী বয়ে যায় অগনিত ডাকে
তবুও পবিত্র ভোরে আজানের সুর
ভেসেছে পরম্পরায় আহ্বান হয়ে।
কবিঃ মেহেদি আশরাফ