আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ২০ বছরের স্বপ্নের মতো এক সম্পর্ক তিক্ততা দিয়ে শেষ হওয়ার পথে। মঙ্গলবার ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। চুক্তিতে থাকা একটি শর্তের দিকে ইঙ্গিত করে ক্লাবের প্রতি তার অনুরোধ, যেন বিনা ট্রান্সফার ফিতে তাকে ছেড়ে দেয়া হয়।
আর মেসিকে ধরে রাখতে হাতে যত তাস আছে সবগুলোই ব্যবহার করতে চাইছে বার্সা, প্রয়োজনে আইনি ব্যবস্থা নিয়ে হলেও।
৩৩ বছর বয়সী মেসি মঙ্গলবার ফ্যাক্স বার্তায় বার্সা কর্তৃপক্ষকে জানিয়েছেন, তার চুক্তির বিশেষ শর্ত কার্যকর করে দলবদল করতে চান তিনি। কাতালানদের সাথে তার চুক্তিতে আছে, যেকোনো মৌসুম শুরুর আগে ১০ জুনের মধ্যে ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছার কথা জানিয়ে দিলে সেটি বিনা ট্রান্সফার ফিতে কার্যকর করতে হবে বার্সাকে।
বার্সায় মেসির বর্তমান চুক্তি ২০২০-২১ মৌসুম পর্যন্ত। নামের পাশে বাই আউট ক্লজ আছে ৭০০ মিলিয়ন তথা ৭০ কোটি ইউরো। এখন যেহেতু ১০ জুনও পার হয়ে গেছে, বার্সা আশা করছে চুক্তির শর্তটি দিয়ে মেসিকে আটকাতে পারবে তারা। এবং আটকাতে চাইছেও। অন্যদিকে বার্সার সঙ্গে নাকি আইনি লড়াই শুরুর প্রস্তুতিও নিচ্ছেন মেসির আইনজীবী।
যদিও বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ ও কোচ রোনাল্ড কোম্যান বলছেন, মেসি থেকে যাবেন। কিন্তু ক্লাবটির সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা বলছেন, আসলে বার্সাই চাইছে মেসিকে বিক্রি করতে। মেসিকে বার্সা যেভাবে ধরে রাখতে চায়, তাতে আদতে তারা চাইছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রি করতেই।
‘আমার মনে হয় তারা চাইছে মেসিকে বিক্রি করতে। আর এটা করলে হবে ঐতিহাসিক ভুল। বেচারা বার্সার একদল অপদার্থের হাতে পরেছে।’
বার্সা যে আসলেই মেসিকে বিক্রি করতে চাইছে তার ইঙ্গিত মিলেছে কাতালোনিয়ান রেডিও রেসওয়ানের করা প্রতিবেদনেও। রেডিওটি জানাচ্ছে, আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাব ছাড়ার অনুমতি পাবেন তখনই যখন কোনো ক্লাব তাকে নগদ অর্থের বিনিময়ে নিয়ে যাবে।
সেক্ষেত্রে নেইমারের চেয়েও বেশি দামে মেসিকে বিক্রি করতে চাইবে বার্সা। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। যা এখনো ফুটবল বিশ্বে সবচেয়ে দামি দলবদল। এবার মেসিকে বিক্রি করে আরেকটি রেকর্ড পরিমাণ আয় চায় বার্সা।
এদিকে, মেসিকে পাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। গত সোমবার সাবেক গুরু ও ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে মেসির ফোনালাপ হয়েছে, এমন খবরও গণমাধ্যমে এসেছে।
সাবেক কোচ মেসিকে জানিয়েছেন, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মেনেই তাকে ইতিহাদ স্টেডিয়ামে আনতে চায় সিটিজেনরা। দুজনের কথায় ইতিবাচক সাড়াও মিলেছে বলে খবর একাধিক সংবাদ মাধ্যমের।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম