আমাদেরবাংলাদেশ ডেস্ক।।অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন লিওনেল মেসি। যে ঠিকানায় কাটিয়েছেন প্রায় দুই যুগ, হয়েছেন সেরাদের সেরা। সেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।
প্রিয় তারকার এমন ঘোষণায় বিক্ষোভ শুরু করেছে বার্সা সমর্থকরা। ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেয়ুর পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। অন্যদিকে মেসির সঙ্গে ম্যানসিটি বস পেপ গার্দিওলার যোগাযোগ হয়েছে, শোনা যাচ্ছে এমন গুঞ্জনও সর্বকালের সেরা ফুটবলার, বল পায়ে জাদুকর, যে জাদুতে মোহময় গোটা দুনিয়া, সেই লিওনেল মেসি তো বার্সেলোনার ঘরেরই ছেলে।
প্রায় দুই যুগ আগে যে আর্জেন্টাইন এসেছিলেন ক্যাম্প ন্যুতে, ক্লাবের প্রতি কৃতজ্ঞতা হিসেবেই ফিরিয়ে দিয়েছেন অনেক বড় বড় প্রস্তাব। কিন্তু এবার নিজে থেকেই জানিয়েছেন, সেই চিরচেনা নু ক্যাম্পে আর থাকতে চান না এমএলটেন।স্প্যানিশ আর আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, বার্সা কর্তৃপক্ষকে অফিসিয়ালি ফ্যাক্স করেছেন মেসি। মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তিতে শর্ত ছিলো, ২০১৯/২০ মৌসুমের শেষে ইচ্ছা করলেই ক্লাব ছাড়তে পারবেন তিনি।
এর জন্য কোনো পয়সা গুনতে হবে না। ক্লাবকে সেই শর্তের কথাই মনে করিয়ে দিয়ে নিজের ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন।উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্নের বিরুদ্ধে বার্সেলোনার ভরাডুবির পর মেসির বার্সা ছাড়ার গুঞ্জন জোরালো হয়। সেই ঘটনার জেরেই ক্লাবের প্রধান কোচ কিকে সেতিয়েন ও স্পোর্টিং ডিরেক্টর আবিদালকে বরখাস্ত করে কাতালান জায়ান্টস। নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় রোনাল্ড কোম্যানকে।
ডাচ এই কোচ দায়িত্ব নিয়ে মেসির সঙ্গে এক দফা বৈঠকও করেন। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, কোম্যানের সঙ্গে মেসির বৈঠক মেসিকে করে তুলেছে নেতিবাচক। তাছাড়া কোচ হিসেবে আগে থেকেই কোম্যানকে খুব একটা পছন্দ করতে পারেননি মেসি, আছে এমন গুঞ্জনও।কেবল বার্সা প্রেসিডেন্ট পদত্যাগ করলেই মেসিকে এমন সিদ্ধান্ত থেকে ফেরানো সম্ভব, সেই ভাবনা থেকেই বার্তেমেয়ুর বিপক্ষে বিক্ষোভ করেছে মেসি ফ্যানরা।
বোর্ডের জরুরি সভা শেষে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেটা অস্বীকার করেছেন বার্তেমেয়ু। তবে এরই মধ্যে ম্যানসিটিতে যাওয়ার ব্যাপারে সাবেক গুরু পেপ গার্দিওলার সঙ্গে মেসি আলাপ সেরেছেন বলেও জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। সেটা যদি সত্যি হয়, তবে মেসিকে ফেরানো কঠিনই হবে কাতালানদের জন্য।
আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম