মেয়েদেরকে স্কুল-কলেজে না দিতে এবং দিলেও সর্বোচ্চ চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর ওয়াদা নিয়েছেন ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি। বলেছেন, এর চেয়ে বেশি পড়ালে মেয়ে আর মেয়ে থাকবে না, অন্য পুরুষ নিয়ে যাবে।
আল্লামা শফি নিজে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। এর আগে তিনি মেয়েদেরকে তেঁতুলের সঙ্গে তুলনা করে সমালোচিত হয়েছিলেন।
আল্লামা শফি বলেন, ‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। আর বেশি যদি পড়ান... পত্র-পত্রিকায় দেখতেছেন আপনারা... মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না।’
‘তাই আপনারা আমার সাথে ওয়াদা করেন। বেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে। এ ওয়াজটা মনে রাখবেন।’
এ সময় উপস্থিত মুসল্লিরা দুই হাত তুলে ওয়াদা করেন যে তারা তাদের মেয়েদেরকে বেশি পড়াবেন না।
এ ছাড়া মুসল্লিদের সুন্নত মোতাবেক দাড়ি রাখা, নামাজ পড়া ও মেয়েদের পর্দা করানোর বিষয়ে বক্তব্য রাখেন আল্লামা শফি। এ সময় তিনি সবার কাছ থেকে হাত উঠিয়ে প্রতিশ্রুতি নেন।
সূত্র : ঢাকা টাইমস
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম