আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাবা রিপন জানান, আমি চাল কেনার জন্য বাজারে যাচ্ছিলাম। রাব্বি পেছন পেছন আসছিল, আমি তা বুঝতে পারিনি।এ সময় ডেমরার নুর মসজিদ এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ডেমরা ডগাইর বাজার এলাকায় পরিবার নিয়ে থাকেন রিপন। দুই ছেলের ভেতরে গোলাম রাব্বি বড়। এলাকার একটি মাদরাসায় পড়ত সে।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত