নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগ-সংলগ্ন মৌচাক উড়ালসড়কে বৃহস্পতিবার ভোররাতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ওরফে আশিক (২১) ও সিএনজিচালিত অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন ইয়াসিন। এতে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে সংঘর্ষে অটোরিকশার ভেতরে গুরুতর আহত হন চালক নয়ন।
রমনা থানা-পুলিশ জানায়, সকাল ৬টার দিকে রক্তাক্ত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এর আগে অটোরিকশাচালক নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ইয়াসিনের ফুপা জাহাঙ্গীর আলম বলেন, ‘সে (ইয়াসিন) থার্টি ফাস্ট নাইট উদযাপন করতে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। এরপর রাতে আর বাসায় ফেরেনি। সকালে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে জানতে পারি, ইয়াসিন বেঁচে নেই।’
ইয়াসিন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) করছিলেন। তিনি মা-বাবার সঙ্গে রাজধানীর দক্ষিণ মুগদায় থাকতেন। তার বাবার নাম জহিরুল ইসলাম। নয়ন সপরিবারে যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।