মৌলভীবাজারে কঠোর অবস্থানে সেনাবাহিনী
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
-
৮৯
বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসের প্রদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনা মূলক প্রচারণায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খাইরুল বাশার।
মঙ্গলবার (২৭ জুলাই) দূপুরে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি শহরের কুসুমবাগ এলাকায় সেনাবাহিনীর টহল দলের সাথে কথা বলেন। পরে তিনি কয়েকটি নিত্যপ্রয়োজনীয় দোকানে স্বাস্থ্যবিধি মানা ও জনসচেতনা মূলক প্রচারণার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সেরাফ উদ্দিন খান, কর্নেল তৌফিক হামিদ, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মেজর মাহমুদুল হাসান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য।
সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনার নিমিত্ত জেলা প্রশাসন, মৌলভীবাজার এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
Please Share This Post in Your Social Media