প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২২, ১১:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে মাহে রামাদানের আগমন উপলক্ষে তালামীযের স্বাগত মিছিল

আজিজুল ইসলাম,মৌলভীবাজার।। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর শাখার আয়োজনে পবিত্র মাহে রামাদানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল বের হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বাদ আছর র্যালিটি শহরের দেওয়ানি মসজিদ থেকে বের হয়ে কুসুমবাগস্ত এস.আর প্লাজার সম্মুখে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি আফছার ইবনে রহিম এর সভাপতিত্বে ও হাফিয মোজাম্মিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আল ইসলাহ'র সহ সাধারণ সম্পাদক সৈয়দ ইউনুস আলী, কেন্দ্রীয় তালামীয সদস্য শেখ কাদের আল হাসান, জেলা তালামীযের সভাপতি কাওছার আহমদ, সাধারণ সম্পাদক নাছির খান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ।
র্যালিতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তালামীযের প্রচার সম্পাদক শাহ শামাউন কবির,সহ প্রচার সম্পাদক মোস্তাকুর রহমান সাদিক, আজিজুল ইসলাম রিয়াদ,কলেজ তালামীয সভাপতি রাশেদ আহমদ, সহ সভাপতি ফজলু হাসান, সদর উপজেলা তালামীয সভাপতি (ভারপ্রাপ্ত) কাওছার আহমদ, টাউন কামিল মাদরাসা সাধারণ সম্পাদক শেখ মাসুম সিদ্দিকী, সহ সভাপতি আইনুল হাসান, সদর উপজেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন রাফি,শহর আল ইসলাহ সমাজকল্যাণ সম্পাদক এম. রহমান শাহেদ, মাদরাসা সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,শহর তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক নাঈম আলী কামরান, ফরহাদ মার্দানী।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম