আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ময়মনসিংহের কেওয়াটখালীতে পিডিবির পাওয়ার গ্রিডে আগুনে লাগার পর এখনো জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
মঙ্গলবার আগুনে ক্ষতিগ্রস্ত কেওয়াটখালী পিডিবির পাওয়ার গ্রিডে বৃহস্পতিবার সকালে আবারও আগুন লাগে। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।এখনও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পিডিবি কর্তৃপক্ষ।এর আগে মঙ্গলবার ট্রান্সফরমারের শর্ট সার্কিট থেকে এই পাওয়ার গ্রিডে আগুন লেগে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো বিভাগ।
সেসময় আগুনে জাতীয় গ্রিডের ৩৩ কেভি সঞ্চালন লাইন, ১শ' ৩২ কেভি ট্রান্সফরমার ও কন্ট্রোলরুমের সুইচ বোর্ডসহ অন্যান্য যন্ত্রপাতি পুড়ে যায়।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম