ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামানের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে, উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, পল্লি উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি, আনসার-ভিডিপি কর্মকর্তা দেবাশিষ দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম প্রমুখ।
মো. আরিফুজ্জামান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে পাইকগাছা উপজেলায় বদলি হয়েছেন।