বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে ৬ পিচ স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রবিবার সন্ধ্যা ৭ টার সময় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুুবেদার ওয়াহেদ গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৪ শত ৭০ গ্রাম স্বর্ণের বার সহ মোঃ শামিম হোসেন(৩২) নামে এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক শামিম হোসেন গাতিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস), গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র টহল দল গাড়িপাড়া সানির আমবাগান থেকে ৬ পিচ স্বর্ণের বার সহ এক ভ্যান চালককে আটক করে। আটক স্বর্ণের আনুমানিক মুল্য এক কোটি তেতত্রিশ হাজার টাকা বলে তিনি জানান। আটক স্বর্ণের বার সহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম