নিজস্ব প্রতিবেদক ।। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি পরিদর্শন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল ইসলাম।
শনিবার (১০ মে) দুপুরে সরকারি সফর হিসেবে সাগরদাঁড়ির মধুপল্লীতে আগমন করেন তিনি। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এসময় প্রেস সচিবের পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত যশোর জেলার কেশবপুরের কৃতি সন্তান সাংবাদিক এস. এস রাশেদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন,কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ,কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন,তদন্ত ওসি খান শরীফুল ইসলাম,সাগরদাড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামানসহ প্রমুখ।