মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধি ঃ ৮৫যশোর-১(শার্শা)’র চৌকস সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন শার্শা উপজেলায় উপকারভোগীদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ, গৃহ নির্মানের জন্য ঢেউটিন ও চেক বিতরণ করেছেন। বৃহস্প্রতিবার (৮ আগষ্ট) সকালে শার্শা উপজেলার অডিটোরিয়াম ভবনে উপকারভোগীদের মাঝে তিনি এ অর্থ, ঢেউটিন ও চেক বিতরন করেন।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল এর সভাপত্বিতে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, সমাজের আর দশজন মানুষের মত সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে প্রতিটি গরিব মানুষের। তারাও আমাদের মত মানুষ, তারা আমাদের ভাই-বোন, স্বজন অথবা নিকট আত্নীয়।
আমাদের যেমন সমাজে অধিকার রয়েছে, তাদেরও তেমনি রয়েছে। বর্তমান সরকার গরিব-দুখি মানুষের সামাজিক, অর্থনেতিক, শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধুর এই সোনার বাংলা আজ রোল মডেলে পরিনত হয়েছে। যা বিশ্ব দরবারে আজ প্রশংসনীয়।
অন্য দেশের জন্য অনুকরণীয়ও বটে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এদেশের মানুষের ভাগ্যের চাকা খুলে যায়। প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকারটুকু পায়। দেশের প্রতিটি খাতে আজ তাকিয়ে দেখেন, শুধু উন্নয়ন আর উন্নয়ন। তাই আপনারও দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতায় আনবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,
শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরেদৗস, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস করিব বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার,
সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।