মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
যশোরের শার্শার কায়বা সীমান্ত থেকে ১৪০ বোতল ফেন্সিডিল ও মোটরভ্যান উদ্ধার করেছে ২১ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কায়বা বিওপির’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কায়বা গ্রামস্থ কামারবাড়ী অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিলসহ একটি মোটর ভ্যান উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভ্যান চালক পালিয়ে যায়।সে সময় মোটর ভ্যানের বডির নীচে থেকে ফেন্সিডিলগুলো পাওয়া যায়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ মোটর ভ্যান উদ্ধার করে কায়বা বিওপি’র টহলদল।জব্দকৃত ফেন্সিডিলসহ মোটর ভ্যানটি খুলনা ২১ ব্যাটালিয়নে জমা করা হবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম