মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধি :
যশোরের শার্শায় আজ ভোর ৪ ঘটিকার সময় যশোর সাতক্ষীরা সড়কের যাদবপুর মোড়ে ট্রাকের ধাক্কায় ১জন ব্যবসায়ী নিহত ও ২জন আহত হয়েছে।
যশোরের নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া জানান, ইসলামী জলসার মাঠ থেকে চটপটি বিক্রি করে বাড়ি ফেরার পথে শার্শার যাদবপুর এলাকায় পৌঁছালে বিপরীত মুখী ট্রাকের ধাক্কায় চটপটি বিক্রির ভ্যান গাড়ি উল্টে যায়। এ সময় চটপটি ব্যবসায়ী রমিজ উদ্দিন ওরফে রমজান আলী (৪০) নিহত ও ২জন আহত হয়। নিহত রমজেত আলী ঝিকরগাছা উপজেলার নব গ্রামের মৃত লোকমান মন্ডলের পূত্র। আহত ২জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ সুরতহাল করার জন্য মর্গে পাঠানো হয়েছে