শার্শা সংবাদদাতা।।যশোরের শার্শায় হ্যান্ডকাপসহ ২ মাদক ব্যবসায়ীর পলায়ন৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় শার্শা থানার গোগা সীমান্তে।
সূত্র জানায়, সোমবার রাত ১১টায় শার্শা থানায় কর্মরত এএসআই রবিউল ইসলাম-২ গোগা সীমান্তে অভিযান চালায়। এসময় ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। অসাবধানতাবশত হ্যান্ডকাপসহ ২ অজ্ঞাত মাদক ব্যবসায়ী পলায়ন করে। শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদ্বয়কে আটকের জন্য অভিযান শুরু করেন তারা।পরে মঙ্গলবার দুপুর ১ টায় হ্যান্ডকাপ সহ ও্ই দুই আসামিকে আটক করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁগআচড়া ও গোড়পাড়া থেকে ৩ মাদকব্যাবসায়ী পলায়ন করেছিল।
এদিকে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এ ধরণের একেরপর এক ঘটনা শার্শা থানায় ঘটছে। কেউ কেউ বলছেন এটা স্রেফ কর্তৃপক্ষের উদাসীনতা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম