
নিজস্ব প্রতিবেদক ।। কেশবপুর ও মণিরামপুর এবং অভয়নগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার সাথে ৫ জন-কে গ্রেফতারসহ হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই ) বিকাল ৪টা ৩০ মিনিটের সময় এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঞ্জুরুল হক ভুইয়া। এসময় তিনি বলেন গত ২৩ জুন রাতে অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার সাথে জড়িত আসামী মিন্টু গাজী (৩৬),মোঃ হাসানুর রহমান (৪০),মো বিল্লাল খাঁ (৩৮), মোঃ আবু হুরায়রা(২৫)-কে গত ১৫-৭-২৫ ও ১৬-৭-২৫ তারিখ রাতে কেশবপুর মণিরামপুর এবং অভয়নগর থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্ৰেফতার করা হয়েছে।
এসময় তিনি আরও বলেন যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি),পুলিশের এসআই (নিঃ) দেবব্রত ঘোষ ও অফিসার এলআইসি টিমের একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেশবপুর ও মণিরামপুর এবং অভয়নগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলোচিত তরিকুল হত্যা মামলার ঘটনায় জড়িত ৫জন আসামীদের গ্ৰেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ মিন্টু গাজী (৩৬), পিতা- মোঃ মেহাজান গাজী,গ্রাম-সারুটিয়া,থানা-কেশবপুর,জেলা-যশোর। ২। মোঃ হাসানুর রহমান (৪০), পিতা-মৃত মোঃ ইজ্জত আলী দফাদার,গ্রাম নেহালপুর,থানা-মনিরামপুর, জেলা-যশোর। ৩। মোঃ বিল্লাল খাঁ (৩৮), পিতা- মোঃ নেছার আলী খাঁ, গ্রাম বুইকারা,থানা-অভয়নগর,জেলা-যশোর। ৪। মোঃ আবু হুরায়রা (২৫), পিতা- জিয়ারুল খন্দকার,গ্রাম বুইকারা,থানা-অভয়নগর,জেলা-যশোর। ৫। মোঃ মেহেদী হাসান হৃদয় (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম,গ্রাম-বুইকারা (ড্রাইভার পাড়া), ডাকঘর- নাওয়াপাড়া, থানা- অভয়নগর, জেলা যশোর।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল হক ভূঁইয়া এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া যশোর জেলার মাননীয় পুলিশ সুপার রওনক জাহান স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী স্যার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি,ডাকাতি,অপহরণ,হত্যার রহস্য উদঘাটন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। তিনি আরও বলেন বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বন্ধ পরিকর,যশোর জেলা পুলিশ।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম