মুরাদ হোসেন বিশেষ প্রতিনিধি।। যশোরের করোনাভাইরাস কভিড-১৯ প্রতিরোধে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা আয়োজিত হয়েছে। শুক্রবার সকালে যশোর জেলা সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন আমাদেরবাংলাদেশ.কমকে জানান,পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে যেন করোনার সংক্রমক বৃদ্ধি না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দোকান, বিপণি বিতান ও শপিং-মল গুলোকে শর্তবিধি দেওয়া হয়েছে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে । কোন ব্যবসায়ী নির্দেশ অমাণ্য করলে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
পুলিশ সুপার আরও জানান, করোনাকালে অসহায় হয়ে পড়া দরিদ্র মানুষকে ত্রান সহায়তা বিদ্যামান থাকবে। জরুরী প্রয়োজন ছাড়া যাতে কেউ বাহিরে বের হতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
করোনা প্রতিরোধ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, যশোর ৫ সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর জেলা সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফসহ প্রমূখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম