নিজস্ব প্রতিবেদক ।। কোতয়ালী মডেল থানার পাঁচ বাড়িয়া নতুন উপশহর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রবিউল ইসলাম রনি ও শফিকুলকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ জুলাই ) সকাল ১১টা ৩০ মিনিটের সময় এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঞ্জুরুল হক ভুইয়া। এসময় তিনি বলেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি),পুলিশের এসআই (নিঃ) অলক কুমার দে,পিপিএম,এএসআই (নিঃ) শামসুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে ডিবির একটি টিম ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া চক্রটিকে সনাক্ত এবং গ্রেফতার অভিযান চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১টা ৩০ মিনিটের সময় কোতয়ালী মডেল থানার পাঁচ বাড়িয়া নতুন উপশহর এলাকা থেকে মোহাম্মদ রবিউল ইসলাম রনি (৩২) কে গ্রেফতার করে। এর পরে তাকে জিজ্ঞাসাবাদে জড়িত অপর ব্যক্তির নাম প্রকাশ করে এবং তার দেওয়া তথ্যমতে আসামি শফিকুল-কে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া গত৫-০৭-২৫ তারিখে কোতয়ালী থানার আড়পাড়া এলাকায় গ্রেফতারকৃত রনি ও রায়হান নামের অপর ব্যক্তি পুলিশ পরিচয়ে রাস্তায় চেকপোস্ট বসিয়ে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশিকালে এলাকাবাসী আটক করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রনি কৌশলে পালিয়ে যায়। এঘটনায় অপর আসামি রায়হায়কে পুলিশ গ্রেফতার করে এবং তার হেফাজত হতে চাকু,ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলো: (১) মোঃ রবিউল ইসলাম রনি(৩২),পিতা-মোঃ সুজা উদ্দিন,গ্রাম-পাঁচবাড়িয়া,থানা-কোতয়ালী,জেলা- যশোর। (২) মোঃ শফিকুল ইসলাম (৩৪),পিতা-মোঃ আব্দুর রব,গ্রাম-পাঁচবাড়িয়া,থানা-কোতয়ালী,জেলা-যশোর।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল হক ভূঁইয়া এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অভিযোগ ও বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে জানাগেছে,গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া যশোর জেলার মাননীয় পুলিশ সুপার রওনক জাহান স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী স্যার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি,ডাকাতি,অপহরণ,হত্যার রহস্য উদঘাটন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। তিনি আরও বলেন বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বন্ধ পরিকর,যশোর জেলা পুলিশ।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম