নিজস্ব প্রতিবেদক।। যশোরে বাঘারপাড়া, ঝিকরগাছা ও চৌগাছায় পৃথক চুরির ঘটনায় ১টি ব্যাটারী চালিত ভ্যান গাড়ি,১টি ম্যাগাফোন ( হ্যান্ড মাইক) ৪টি মোবাইল,১৪টি বাইসাইকেল,১টি মোটরসাইকেল,ও তালা ভাঙ্গার সরঞ্জামসহ ৪জন-কে আটক করেছে যশোর জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার)। এসময় তিনি বলেন, বাঘারপাড়া,ঝিকরগাছা ও চৌগাছায় পৃথক চুরির ঘটনায় ১টি ব্যাটারী চালিত ভ্যান গাড়ি,১টি ম্যাগাফোন ( হ্যান্ড মাইক) ৪টি মোবাইল,১৪টি বাইসাইকেল,১টি মোটরসাইকেল, ও তালা ভাঙ্গার সরঞ্জামসহ ঝিকরগাছা থানার রাজারডুমুরিয়া ও বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া এলাকা থেকে তাদের-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন,১। মোঃ তরিকুল ইসলাম (২৫), পিতা- আঃ হক কাজী,গ্রাম-ছয়ঘরিয়া, থানা-শালিখা,জেলা-মাগুরা বর্তমান ঠিকানা-চাচড়া দক্ষিনপাড়া সালমা বেগমের বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী,জেলা-যশোর,২। মোঃ পারভেজ (২২),পিতা-আবুল বাশার,গ্রাম-আটলিয়া,থানা- ঝিকরগাছা,জেলা-যশোর (ভাসমান) ৩। মোঃ হাসানুর রহমান (৩০),পিতা-মোঃ হাবিবুর রহমান,গ্রাম-মনমথপুর, বর্তমান ঠিকানা-পশ্চিম কারিগর পাড়া মাহবুবুর রহমানের বাসার ভাড়াটিয়া,থানা- চৌগাছা,জেলা-যশোর,৪। মোঃ আলমগীর হোসেন তুহিন (৩৬),পিতা-মৃত এরশাদ,গ্রাম-বেড়গোবিন্দ পুর,থানা-চৌগাছা,জেলা-যশোর।
যশোর জেলার ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার সকাল ১১টা ও বিকাল ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার রাজারডুমুরিয়া ও বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে (১) মোঃ তরিকুল ইসলাম (২৫), (২) মোঃ পারভেজ (২২), (৩) মোঃ হাসানুর রহমান (৩০),(৪) মোঃ আলমগীর হোসেন তুহিন (৩৬),কে আটক করা হয়।
এছাড়া আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৯/০৩/২০২৩ তারিখ রাত ৩টা ৩০ মিনিটের সময় চৌগাছা থানার পশ্চিম কারিগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে চোরাই ১৪টি বাইসাইকেল,চুরি কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল,তালা ভাঙ্গার সরঞ্জাম জব্দ করা হয়। চোরাই উদ্ধার বাইসাইকেলের বিষয়ে চৌগাছা থানায় পৃথক এজাহার দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়,অভয়নগর থানার ইজিবাইক ছিনতাইসহ রাশেদ হত্যা মামলায় গ্রেফতারকৃত একাধিক চুরি মামলার হাজতি আসামী বিল্লাল,রাজু,তরিকুল,ও পারভেজ আবু বাক্কার মোল্লার বাড়ীতে চুরি করে তরিকুলের কাছে মোবাইল ফোন-টি রাখে এছাড়া গত কাল ১৮/৩/২০২৩ তারিখ ভোরে ঝিকরগাছা থানার কাগমারী দাসপাড়া থেকে একজন সবজি বিক্রেতার ব্যাটারী চালিত ভ্যান গাড়ি ও হ্যান্ড মাইকটি চুরি করে তারা। এছাড়াও যশোরের বিভিন্ন বাড়ীতে দীর্ঘদিন ধরে চুরি করে আসছে বলে তারা জানায়। এলাকায় কাজ করে।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,বাঘারপাড়া থানার পাঠানপাইক পাড়া আবু বাক্কার মোল্লার বাড়ীতে গত ৩১/০১/২০২৩ তারিখ রাত অনুমান ১টার সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা ঘরে প্রবেশ করে অনুমান ৩ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার,নগদ ৬০ হাজার টাকাসহ ১টি এন্ড্রোয়েড মোবাইল চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় আবু বাক্কার মোল্লা থানায় একটি লিখিত অভিযোগ করে জেলা গোয়েন্দা শাখায় অবহিত করে।
এছাড়াও যশোর শহর ও শহরতলীতে বিভিন্ন বাড়ীতে চুরির ঘটনায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার) পিপিএম জেলা গোয়েন্দা শাখা-কে তদন্তের নির্দেশ দিলে আমার তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রকে সনাক্ত পূ্র্বক ডিবি’র এসআই মফিজুল ইসলাম,পিপিএম। এবং চোরাই ভ্যান,১৪টি বাইসাইকেল মোবাইল ফোন,মটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম এর নির্দেশে হত্যা নারী-নির্যাতন,মাদক ব্যবসাসহ সকল অপরাধীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। গ্রেফতারকৃত আসামীদের নামে (১) বাঘারপাড়া থানার মামলা নং- ০৯,ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড।(২) ঝিকরগাছা থানার মামলা নং-১৪,ধারা- ৪৫৭/৩৭৯/৪১১ পেনাল কোড পৃথক ২টি মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর,যশোর জেলা পুলিশ”
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু