নিজস্ব প্রতিবেদক।। যশোরে পৃথক অভিযানে মাদকসহ পাঁচ কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (৩০ আগষ্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার।
ডিবির এস আই মফিজুর ইসলাম (পিপিএম), এসআই আরিফুল ইসলাম,এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষ এসআই শামীম হোসেন,এসআই সাদ্দাম হোসেনদ্বয়ের সমন্বয়ে চৌকস টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচারনা করেন এর আগে রবিবার গভীর রাতে কোতোয়ালি থানার আকিজ পাম্প এলাকা থেকে ১ জন, নিউমার্কেট এলাকা থেকে ১, শার্শার সরকারি বিদ্যালয় এলাকা থেকে ২জন ও কোতোয়ালি এলাকা থেকে ১ জনসহ ৫ জনকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন, মুমিনা খাতুন, কাউসার সরদার, ইসরাফিল মন্ডল, রাব্বী হোসেন ও আরাফাত মিমি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য এগার লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশ টাকা।
অন্যদিকে যশোরের নিউমার্কেট এলাকা থেকে ১০৬ বোতল স্পিরিটসহ আরেক মাদক কারবারিকে আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫৩ হাজার টাকা।
অন্যদিকে যশোরের শার্শা থেকে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৬০ হাজার টাকা বাজারমূল্যের দেড় কেজি গাঁজা।
অন্যদিকে যশোরের কোতোয়ালি থানা এলাকার পাইপপট্টি থেকে আরেক মাদ ব্যবসায়ী ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম