নিজস্ব প্রতিবেদক।। যশোর কোতয়ালী মডেল থানার লেবুতলা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে মোবাইলে হুমকি’র ও সাজানো নাটক চক্রের ৫ সদস্য-কে আটক ও মোবাইল উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ জুন ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার)। এসময় তিনি বলেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ৫ জুন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ডিবি পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে কতিপয় দুস্কৃতকারীরা ষড়যন্ত্র করে টেলিটক কোম্পানীর মোবাইল নাম্বার থেকে গত ০১/০৬/২০২৪ তারিখ রাত ১১টা ৪ মিনিটের সময় লেবুতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার খায়রুল ওরফে খোড়া খায়রুল এর ব্যবহৃত মোবাইলে ফোন করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যক্তি দোয়াত কলম প্রতীকে নির্বাচন না করার হুমকি দেয়।
বিষয়টি দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার,যশোর বরাবর মোবাইলে হুমকির অডিও ক্লিপসহ অভিযোগ করে। উক্ত অভিযোগের বিষয়ে তদন্তের জন্য অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, যশোর পুলিশ সুপার স্যার-কে আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন।
উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডাইরী করার পরবর্তী ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জকে তদন্তের নির্দেশ দিলে ক্যাম্পের ইনচার্জ পবিত্র বিশ্বাস জেলা গোয়েন্দা শাখার সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে গতকাল ০৩/০৬/২০২৪ তারিখ বিকালে লেবুতলা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত সীম ও মোবাইলের সূত্র ধরে ১ জনকে আটক করে পরে ঘটনার সাথে জড়িত আরও ৪ সদস্যকে আটকসহ ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে ।
আটককৃত আসামিরা হলেন-(১) মিঠুন কুমার ঘোষ (২২) ২। অসিম ঘোষ (২৫),উভয় পিতা-অশোক কুমার ঘোষ,গ্রাম-লেবুতলা ঘোষপাড়া,থানা-কোতয়ালী, জেলা-যশোর ৩। জসিম উদ্দিন (৩২),পিতা-আহমদ আলী,গ্রাম-লেবুতলা,থানা-কোতয়ালী,জেলা-যশোর ৪। মুহিন হোসেন (২৬),পিতা-মোঃ নুর ইসলাম,গ্রাম- ফুলবাড়ি,থানা-কোতয়ালী,জেলা-যশোর ৫। বিশ্বজিৎ ঘোষ(৩৮),পিতা-সুনীল ঘোষ,গ্রাম-লেবুতলা ঘোষপাড়া,থানা-কোতয়ালী, জেলা যশোর।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার)। বলেন,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার), পিপিএম স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মুলত খায়রুল মেম্বার ও তার সহযোগীরা পরস্পর যোগসাজসে আসন্ন উপজেলা নির্বাচনে ডিবি পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করে প্রতারণা পূর্বক ডিবি পুলিশের মিথ্যে পরিচয় দিয়ে ফোন করিয়ে তা রেকর্ড করে প্রচার-প্রচারণা করে। এছাড়া ঘটনার সাথে যুক্ত খায়রুল মেম্বারসহ অন্যান্যরা পলাতক আছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম