মোঃ আসাদুয রহমান শার্শা প্রতিনিধি : শার্শা উপজেলার নাভারণ কলেজ থেকে ২য় বারের মত "এডিস মশা" নিধনের জন্য সোমবার সকালে বিভিন্ন স্কুল, কলেজ, এবং বাজারে "এডিস মশা" নীধনে নিজ উদ্যোগে স্প্রে মেশিনের সাহায্যে কীটনাশক ওষুধ ছড়ালেন, পাশাপাশি তারা ডেঙ্গু প্রতিরোধে সেই সকল প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা মূলক প্রয়োজনীয় নির্দেশনা মানার পরামর্শ দেন।
জমে থাকা পানি যেখানে ডেঙ্গু মশার জন্ম সেখানে" এরকম শ্লোগান এলাকার মানুষ কে জানিয়ে দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডেঙ্গু'র ভয়াবহতা এখন দেশজুড়ে।
সরকার আপ্রান চেষ্টা চালাচ্ছেন এটিকে নির্মূল করতে। ডেঙ্গু'র সংক্রামক এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, দিন দিন এ রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ বয়স্করাও। তবে একটু সচেতন হলে প্রানঘাতি ঢেঙ্গু মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম