নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস মোকাবেলা যশোরে প্রতিটি প্রবেশমুখে পুলিশের চেকপোস্টের স্থাপন যশোর জেলা পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে যশোরের দড়াটানা মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এ চেকপোস্ট বসানো হয়।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার জানান, ‘চেকপোস্টের মুল উদ্দেশ্য হলো জনগণের অবাধ চলা-চল থেকে বিরত রাখা, যেহেতু নভেল করোনা ভাইরাসের এখনো কোন প্রকার ঔষুধ তৈরি হয়নি সুতরাং সামাজিক দূরত্ব ও ঘরে থাকার কোন বিকল্প নেই। এছাড়া বাহির জেলা থেকে যশোরে যেন প্রবেশ করতে না পারে সেজন্য যশোর জেলার বিভিন্ন স্থানে আমরা এধরনে পুলিশ চেকপোস্ট বসিয়েছি।’
এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা পুলিশে কর্মরত পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।