প্রতিনিধি, যশোর: যশোরে বোমা হামলায় শহিদুল ইসলাম জিতু নামে এক পরিবহন শ্রমিক আহত হয়েছেন৷ শুক্রবার রাত আটটার দিকে শহরে এ ঘটনা ঘটে৷
আহত জিতু যশোর শহরের সিরাজুল ইসলাম জিরার ছেলে৷ তিনি হিমেল পরিবহনের স্টাটারের চাকরি করেন বলে জানা গেছে৷
আহতের বড় ভাই জানান, মোল্যাপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার আরিফ, শাকিল ও তাদের মামাতো ভাই পাপ্পু ও নুরুন্নবীদের সঙ্গে তাদের বিরোধ ছিল।
শুক্রবার রাতে মোল্যাপাড়া এলাকার সাব-রেজিস্ট্রারের বাগানে বসেছিলেন জিতু। রাত আটটার দিকে তাকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালানো হয়। হাত দিয়ে ঠেকাতে গেলে বোমটি তার হাতেই বিস্ফোরিত হয়৷
আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজখবর নিয়ে দেখছি৷
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম