আমাদেরবাংলাদেশ ডেস্ক।।যশোরের বাঘারপাড়া উপজেলার কেষ্টপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ২ জন আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন: যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার আক্তার হোসেনের ছেলে শামীম হোসেন (২৮) ও বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার রমজান আলীর ছেলে শাওন হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও নিহত শামিমের ভাই সাদ্দাম হোসেন জানান, শামীম ও শাওন মোটরসাইকেলে যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। যশোর-মাগুরা সড়কের কেষ্টপুরে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজনই নিহত হয়।এছাড়া ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।এতে ট্র্রাকের ভেতরেই ড্রাইভার আটকা পড়েন ও হেলপার সড়কের পাশে ছিটকে পড়ে আহত হয়।
খাজুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জুম্মান খান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় নিহতদের উদ্ধার করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় দুই ঘন্টার চেষ্টায় আহত ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ট্রাক ড্রাইভার ফজলুর রহমান (৬০) ময়মনসিংহয়ের মুক্তাগাছা উপজেলার মঙ্গলসেন গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম