প্রতিবেদক,যশোরঃ যশোরের শার্শায় লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে অবৈধ সিলিন্ডার বিক্রয় । এসব সিলিন্ডার বিক্রেতাদের নেই কোন সরকারি অনুমোদন কিংবা অগ্নি নির্বাণ অভিজ্ঞতা ।
সরেজমিনে দেখা যায়, যশোরের শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা ছাড়াও গ্রামগঞ্জের লোকালয়ে অবৈধ্য ভাবে গ্যাস সিলিন্ডর বিক্রয় করতে। এ সমস্ত বিক্রয় কর্মীদের নেই কোন অগ্নিরোধক অভিজ্ঞাতা , দ্রব্যের লাইসেন্স,কোন আইনের তোয়াক্কা করে না করে পরিচালনা করছে এ ব্যবসা। এতে সরকার হারাচ্ছে রাজস্ব।
দেখা যায় যে কোন প্রতিষ্টানে, মুদি দোকান, হার্ডওয়ারির,ফ্লাক্সি লোড,রড সিমেন্ট দোকান এছাড়াও আরো বিভিন্ন প্রতিষ্টানে বিষ্ফোরক দ্রব্যের লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রয় করতে।গ্যাস সিলিন্ডার বহনের জন্য নসিমন, করিমনে করে অনেক দুরত্বে পৌছতে ব্যবহৃত করছে,যার ফলে বড় কোন দুর্ঘটনা হতে পারে।আইনের বিধি অনুযায়ী একজন ডিলার ৪০থেকে৬০টি গ্যাস সিলিন্ডার মজুত করতে পারে।সেখানে অনুমোদিত কোম্পানি ছাড়াও বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার, যমুনা,টোটাল,সেনা,নাভানা,ওমেরা, প্লাস্টিক গ্যাস সিলিন্ডার মজুত করতে দেখা যায়।অনেকের বৈধ্য কাগজ পত্র থাকলেও তা মেয়াদউত্তীর্ণ মানা হয় না আইন কানুন।অনেকের গ্যাস সিলিন্ডার মজুদ রাখার জন্য নেই কোন নিরাপদ গোডাউন, নেই অগ্নিরোধক ব্যাবস্থা ও অগ্নি নির্বাণ অভিজ্ঞতা।বিষ্ফোরক দ্রব্য আইনে ২০০৩ এর ধারা ৪এ উক্ত আইনে,১৭ও১৮ ধারা মোতাবেক ৩বছর কারাদন্ড ও অর্থদন্ড সহ মালামাল বাজেয়াপ্ত করতে পারবে। শার্শা থানার বেনাপোল ফায়ার সার্ভিস ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, এক একটি সিলিন্ডার বিষ্ফোরিত হলে একটি শক্তিশালি বোমার সমান।যে সব প্রতিষ্টান গ্যাস সিলিন্ডার ব্যাবসা করে থাকে, তারা ফায়ার সার্ভিসের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে, ফায়ার সার্ভিসের কাগজ পত্র সংগ্রহ করে বিষ্ফোরক দ্রব্য আইন মেনে ব্যাবসা করতে পারে।আইন না মেনে গ্যাস সিলিন্ডার ব্যাবসা করলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণ ক্রেতা জসিম বলেন,গ্যাস সিলিন্ডারের বিক্রয়ের সাথে জড়িত তারা আমাদের কাছ থেকে সিলিন্ডার প্রতি ৪০থেকে৫০টাকা লাভে বিক্রয় করে থাকে।তারা গ্যাস সিলিন্ডারের নিয়ম- কানুন সম্পর্কে অজ্ঞ। প্রশাসন যদি আইন অনুযায়ী ব্যাবস্থা নেই তাহলে যেখানে সেখানে গ্যাস সিলিন্ডার বিক্রয় বন্ধ হবে, বড় কোন দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পাবে সাধারণ জনগন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম