শার্শা প্রতিনিধি ঃ
যশোরের শার্শা উপজেলার দক্ষিন বুরুজ বাগান থেকে ইয়ানুর রহমান (২৫) ও মোহর আলী (৩২) নামে দুই সন্ত্রাসীকে ০১ টি ওয়ান শুটার গান ০১ রাউন্ড গুলি, ০১ টি লোহার কার্টার, এবং ০১টি রামদাসহ গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
রবিবার রাতে এসআই(নিঃ)/হাসান আলীর নেতৃত্বে অত্র এলাকায় বিশেষ অভিযান ডিউটি ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন, দক্ষিন বুরুজ বাগান স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জনৈক আঃ হামিদ এর চায়ের দোকানের সামনে থেকে আটক করে পুলিশ।
আটক ইয়ানুর রহমান ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং মোহর আলী একই উপজেলার রাজার ডুমুরিয়া গ্রামের শুকুর আলী ছেলে।
শার্শা থানা এসআই(নিঃ)/হাসান আলী জানায়, রবিবার রাতে উপজেলা দক্ষিন বুরুজ বাগান স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনার প্র¯ু‘তীকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ০১ টি ওয়ান শুটার গান, ০১ রাউন্ড গুলি, ০১ টি লোহার কার্টার, এবং ০১টি রামদা উদ্ধার করা হয়েছে।
শার্শা থানায় আটককৃতদের নামে সন্ত্রাসী কর্মকান্ড ও অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে ।