মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃ
শার্শার নাভারণ বাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মমিন উদ্দিন সরদার বিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী বুধবার। ২০০৩ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ বাসভবন সংলগ্ন রেলস্টেশন জামে মসজিদে আছর নামাজ বাদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রয়াতের একমাত্র ছেলে যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক।
মরহুম মমিন উদ্দিন সরদার বিচ্চু নাভারণ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও অসংখ্য সমাজসেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। সারাটা জীবন বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে ৭৫ পরবর্তী সময়ে শার্শা আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হিসেবে সাবেক এমপি মরহুম তবিবর রহমান সরদারের সহযোগিতা করে গেছেন।
প্রসঙ্গত, মমিন উদ্দিন সরদার বিচ্চুর ভাই মমতাজ উদ্দিন সরদার ছিলেন শার্শা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। আর শার্শার সাবেক এমপি মরহুম তবিবর রহমান সরদার ছিলেন মামা। রাজনৈতিক পরিমণ্ডলের এ মানুষটি আওয়ামী লীগের দুর্দিনে কর্মীদের পাশে ছিলেন সবসময়ই। দলকে সুসংগঠিত করতে নিরলস চেষ্টা করে গেছেন। তাই তাকে যেমন নির্যাতন সহ্য করতে হয়েছে; করতে হয়েছে বার বার কারাবরণ, শিকার হতে হয়েছে জামাত-বিএনপির অত্যাচার নির্যাতন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম