মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধি ঃ
যশোরের শার্শায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে । আহত হয়েছেন ওই শিশুর দাদা হারুনার রশিদ।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক খাইরুল আলম বলেন, বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার নাভারন গোড়পাড়া সড়কে কেরালখালি হাজরাতলার মোড় নামক স্থানে। নিহত ওই শিশু কামরুজ্জামান (০৫) শার্শা উপজেলার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের রাজু বিশ্বাসের ছেলে। খায়রুল আলম বলেন, বালু বোঝাই ট্রাকটি নাভারন থেকে গোড়পাড়া যাচ্ছিল। কেরালখালি হাজরাতলা মোড়ে পৌছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এসময় শিশুটি তার দাদা হারুনার রশিদের সঙ্গে ছিলেন। হারুনও আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খায়রুল বলেন, ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ও তার সহকারি পালিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম